ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

টেলিভিশন ধারাবাহিকে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
টেলিভিশন ধারাবাহিকে সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নতুন সিনেমা ‘প্রস্থানাম’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (২০ সেপ্টেম্বর)। এতে তার সঙ্গে অভিনয় করেছেন মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডের মতো তারকারা। সিনেমাটির মুক্তির এক সপ্তাহ পর ছোট পর্দাতেও হাজির হতে যাচ্ছেন ‘মুন্না ভাই’। প্রথমবারের মতো হিন্দি টেলিভিশনের মেগাসিরিয়ালে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার ভারত’র ধারাবাহিক ‘জগ জননী মা বৈষ্ণ দেবী-কাহানী মাতা রানী কি’তে সূত্রধর হিসেবে দেখা যাবে সঞ্জয়কে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছে।

বৈষ্ণ দেবীর মন্দিরে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। তাই মাতা রানীর গল্প দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে নির্মাতাদের ধারণা। সেজন্যই বৈষ্ণ দেবীকে নিয়ে প্রচলিত পৌরাণিক কাহিনী নিয়ে মেগাসিরিয়ালটি নির্মিত হয়েছে বলে জানা যায়।  

এতে ধারাভাষ্যকার হিসেবে মাতা রানীর কাহিনী তুলে ধরবেন সঞ্জয় দত্ত। ধারাভাষ্যকার হিসেবে ছোট পর্দায় প্রথমবার দেখা যাবে ‘বাস্তব’খ্যাত ওই অভিনেতাকে। ৩০ সেপ্টেম্বর থেকে এটি সম্প্রচারে আসবে।  

সঞ্জয় দত্ত বলিউডে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘বাস্তব’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘অগ্নিপথ’সহ বহু সিনেমা। বড় পর্দার পাশাপাশি এবার তিনি মাতাবেন ছোট পর্দার দর্শকদের।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।