ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কেবিসি ১১: এবার প্রথম কোটিপতি হলেন সনোজ রাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
কেবিসি ১১: এবার প্রথম কোটিপতি হলেন সনোজ রাজ কৌন বনেগা ক্রোরপতি ১১-তে কোটি রুপি জিতেছেন সনোজ রাজ

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ভারতের অন্যতম বৃহৎ টিভি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’ ১১তম সিজনে প্রথমবার কোটিপতি হলেন বিহারের জাহানাবাদ জেলার ২৫ বছরের যুবক সনোজ রাজ। এই টাকা সনোজ তার বাবাকে উৎসর্গ করেছেন।

তুমুল জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোরপতির চলতি পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে এক কোটি রুপি জিতেছেন সনোজ রাজ। এরপর জ্যাকপট প্রশ্নটি ছিল আরও মূল্যবান।

এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলে তিনি জিততেন সাত কোটি রুপি। তবে এক কোটি রুপি পেয়েই অনেক খুশি সনোজ। তার জেতা এই অর্থ তার বাবার প্রাপ্য বলে জানান তিনি।

সনোজ বলেন, ‘আমার বাবা একজন কৃষক। আমি তাকে টাকাগুলো দিচ্ছি – ব্যাপারটা এমন না, এগুলো বাবারই টাকা। ’ তিনি জানান, ‘আমাদের পরিবারের দুরাবস্থার কারণে বাবা তার লেখাপড়া শেষ করতে পারেননি। তাই আমরা আমাদের পড়াশুনায় মনোযোগ দিয়েছিলাম যাতে একই পরিস্থিতির সম্মুখীন আবার না হতে হয়। ’ এই টাকা দিয়ে কৃষি খামার এবং একটি লাইব্রেরি গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।  

সনোজের মা একজন গৃহিনী। দাদা-দাদী, চাচা-চাচী, ভাই-বোন সবার সঙ্গে যৌথ পরিবারে বাস করেন তারা।

প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে সনোজের প্রথম সাক্ষাৎ ছিল এটি।

ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য বর্তমানে দিল্লিতে পড়াশুনা করছেন সনোজ। এটাই তার স্বপ্ন। কেন? ‘আমি তাই করতে পারব যা করতে আমার খুব আগ্রহ, তা হলো মানুষের সঙ্গে মেশা ও তাদের সমস্যাগুলো সমাধান করা। এটা টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’, বলেন সনোজ।  

যে চূড়ান্ত প্রশ্নটির উত্তর দিয়ে সনোজ কোটি রুপি জিতেছেন, সেই প্রশ্নটি হলো, ‘ভারতের কোন প্রধান বিচারপতির বাবা ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।