bangla news

দুই যুগ পর সিনেমার গান গাইলেন দিলরুবা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০৭ ৬:০৫:৪৭ পিএম
দিলরুবা খান

দিলরুবা খান

সরকারি অনুদানে নির্মাণাধীন শিশুতোষ চলচ্চিত্র ‘পায়নার চিঠি’। এতে ‘জান রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন লোকগানের গুণী কণ্ঠশিল্পী দিলরুবা খান। এর মাধ্যমে সুদীর্ঘ দুই যুগ পর কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন ‘পাগল মন’খ্যাত এই গায়িকা।

গানটির কথা ও সুর করেছেন সিনেমাটির পরিচালক নিশীথ সূর্য নিজেই। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এ গান প্রসঙ্গে দিলরুবা খান বাংলানিউজকে বলেন, ‘এটি লোক ঘরানার খুব আবেগী কথার একটি গান। খুব দরদ দিয়ে গানটি গেয়েছি। গেয়েছি মানে, গাওয়ার সময় কথা-সুরের মায়ায় ডুবে গিয়েছিলাম। দীর্ঘ বিরতির পর সিনেমার জন্য গানটি গেয়ে ভালো লাগছে, যদিও সিনেমার গানের জন্য বাড়তি আগ্রহ অনেক আগেই মরে গেছে।’

সিনেমার গানের আগ্রহ মরে যাওয়ার কারণ কী? উত্তরে তিনি বলেন, ‘আমার গানগুলো শুধু জনপ্রিয় নয়, কালজয়ীও। আমার কণ্ঠের সেই গানগুলো এখনো সমান জনপ্রিয়। বিভিন্ন মাধ্যমে এ প্রজন্মের ছেলে-মেয়েরা নিয়মিত গাই। অথচ, গান বাজারে আমার অধিক চাহিদার থাকার সময় প্রযোজক-পরিচালকরা আমাকে দিয়ে গান করাননি।’ 

দিলরুবা খান‘এর কারণ হিসেবে জেনেছি, ঐ সময়ের কোনো নায়িকা-অভিনেত্রীর ঠোটে নাকি আমার কণ্ঠ যেতো না। আমাকে হতাশ করে দেওয়া হয়েছে। যে কারণে আমি আগ্রহ হারিয়ে ফেলি। এছাড়া মাঝে দীর্ঘ অসুস্থতার কারণে ৭-৮ বছর গান থেকে দূরে ছিলাম। এখন নিয়মিতই কাজ করছি। সামনে টানা বেশকিছু গান প্রকাশ করবো।’

আগামী বছরের শুরুর দিকে ‘পায়রার চিঠি’ মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

‘পাগল মন মনরে’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘নির্জন যমুনার কূলে’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘কাগজ গেলো দিস্তা দিস্তা’, ‘বনমালি তুমি পরজনমে হইও রাধা’সহ আরও বেশকিছু কালজয়ী গানের খ্যাতনামা শিল্পী দিলরুবা খান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-07 18:05:47