ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

শিল্পকলার মঞ্চে ‘পুত্র’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
শিল্পকলার মঞ্চে ‘পুত্র’ পুত্র নাটকের একটি দৃশ্য

দেশের ঐতিহ্যবাহী নাট্যদল ঢাকা থিয়েটার’র ৪৭তম প্রযোজনা ‘পুত্র’। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এই নাটকটির নির্দেশনায় রয়েছেন শিমূল ইউসুফ।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি।

আত্মঘাতী পুত্রের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘পু্ত্র’র গল্প।

সেলিম আল দীনের সৃষ্টিশীল লেখনীর শক্তি ও নূতন নাট্যভাষার চমৎকারিত্বে চিরচেনা মানব জীবন হয়ে ওঠে পরাবাস্তব এক অদেখা জীবন। পুত্র বিয়োগের মনস্তাত্ত্বিক টানাপড়নে এগিয়ে যায় নাটকটির গল্প।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এশা ইউসুফ, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সামিউন জাহান দোলা, সাজ্জাদ আহমেদ রাজীব, রফিকুল ইসলাম, সউদ চৌধুরী, শাহজাদা সম্রাট চৌধুরী, তারেক আহমেদ প্রমুখ।  

গত বছরের ২১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।