ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা শ্রাবন্তী কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা শ্রাবন্তী কর

ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঊর্মিলার নাম্বারে কল করা হলে তার বন্ধু শাহান ফোন রিসিভ করে বাংলানিউজকে বলেন, ‘ঊর্মিলার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয়েছে, সঙ্গে ডেঙ্গুও ধরা পড়েছে। সে এখন হাসপাতালের বিছানায় পুরোপুরি বিশ্রাম নিচ্ছে।

তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ’

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। গত ঈদুল আজহায় তার বেশকিছু নাটক দর্শকদের মাতিয়ে রাখে। তিনি অভিনয় শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad