bangla news

নজরুলের মৃত্যুবার্ষিকীতে ‘কালো হরিণ চোখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৬ ৩:৫৯:০২ পিএম
 ‘কালো হরিণ চোখ’র একটি দৃশ্যে রওনক হাসান ও মৌসুমী হামিদ

‘কালো হরিণ চোখ’র একটি দৃশ্যে রওনক হাসান ও মৌসুমী হামিদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল।

‘কালো হরিণ চোখ’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা রওনক হাসান ও মৌসুমী হামিদ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। 

নাটকটির গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে। অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারেন না। 

কিন্তু নিজেকে কালো বলে খুব অসহায় মনে করেন কাজরী। আর নিজের অবস্থান আর জমিদার বাড়ির ছেলের অবস্থানের দূরত্বের কথা ভেবে রুদ্রকে তার কাছ থেকে দূরে থাকতে বলেন তিনি। রুদ্র সেটা মানতে চায় না। 

মঙ্গলবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘কালো হরিণ চোখ’ প্রচার হবে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-26 15:59:02