bangla news

গানচিত্রে এস ডি রুবেলের ‘আমার মন পাড়ায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৪ ৩:১৯:০১ পিএম
এস ডি রুবেল

এস ডি রুবেল

সদ্য প্রকাশ পাওয়া ‘আমার মন পাড়ায়’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের পর ফেসবুক লাইভে এসেছিলেন সঙ্গীতশিল্পী এস ডি রুবেল। সুর-সঙ্গীতের প্রশংসা করে শ্রোতাদের খালি গলায় গানটি গেয়েও শোনান তিনি। সেই লাইভে গানটি দেখেছিল ৩ লাখ ৭০ হাজার মানুষ।

এরপর গানটির একটি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করা হয়। এরইধ্যে ভিডিওতে প্রকাশও পেয়েছে গানটি। এই গান নিয়ে বেশ উচ্ছ্বাসের কথা জানালেন এস ডি রুবেল। তিনি বাংলানিউজকে বলেন, ‘বেশ পরিচ্ছন্ন একটি গান। ভালো লেগেছে বলে গেয়েছি। সস্তা কথার গানের দিন শেষ। তাই এখন থেকে বেছে বেছে গান করবো।সামনে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দারুণ কথা-সুরের বেশকিছু প্রকাশ পাবে। শ্রোতাদের পাশে থাকার আমন্ত্রণ।’  

তুই একবার ফিরে আয়/দেখবি তোকে মনটা আমার কতখানি চায়- এমন কথার গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। সুর-সঙ্গীতায়োজনে অমিত কর।

গানের ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। এতে রুবেলের সঙ্গে মডেল হয়েছেন রানী আহাদ।

বুধবার (২১ আগস্ট) ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘আমার মন পাড়ায়’।

ভিডিও: বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-24 15:19:01