ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

বাপ্পির ‘ডেঞ্জার জোন’ আসছে দুর্গাপূজায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫১, আগস্ট ২১, ২০১৯
বাপ্পির ‘ডেঞ্জার জোন’ আসছে দুর্গাপূজায়

সম্প্রতি শারদীয় দুর্গাপূজায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এবার একই উৎসব উপলক্ষে বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমাটিও মুক্তির ঘোষণা দিলেন এর পরিচালক বেলাল সানি।

ফলে দুর্গাপূজায় একসঙ্গে বাপ্পির দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা তৈরি হলো। তবে সিনেমা দু'টি অক্টোবর মাসের কোন তারিখে মুক্তি পাবে তা এখনো জানাননি দুই নির্মাতার কেউই।

এ প্রসঙ্গে বেলাল সানি বাংলানিউজকে বলেন, ‘‘ডেঞ্জার জোন’র মাত্র দু’দিনের শুটিং বাকি আছে। পুরো সিনেমার কাজ প্রায় শেষ। ভিজ্যুয়াল গ্রাফিক্সের বেশকিছু কাজ বাকি আছে যা অক্টোবরের আগেই শেষ হয়ে যাবে। আশা করছি আসন্ন শারদীয় দুর্গাপূজায় আমার প্রথম সিনেমাটি মুক্তি দিতে পারবো। ’

ভৌতিক গল্প নিয়ে ‘ডেঞ্জার জোন’ নির্মিত হচ্ছে। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জোলি। এই সিনেমার শুটিং করতে গিয়ে গত মাসে আহত হয়েছিলেন বাপ্পি।  সিনেমাটিতে আরও রয়েছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।