ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন ‘দ্য রক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, আগস্ট ২০, ২০১৯
দ্বিতীয় বিয়ে করলেন ‘দ্য রক’ সদ্যবিবাহিত ডোয়াইন জনসন ও লরেন হাশিন

বিয়ে করেছেন ‘দ্য রক’খ্যাত রেসলিং তারকা ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। বিশ্বজুড়ে কয়েক হাজার প্রেক্ষাগৃহে এখনও তার তুমুল জনপ্রিয় সিনেমা ‘হবস অ্যান্ড শ’ পর্দা কাপাচ্ছে। এমন সুসময়কে আরও মধুর করে তিনি জানালেন তার বিয়ের কথা।

রোববার (১৮ আগস্ট) জনসন তার দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাশিনকে বিয়ে করেছেন। সোমবারে তার ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে তিনি ঘোষণা দেন তার শুভ পরিণয়ের খবর।

হাওয়াইয়ের সমুদ্র তীরে তোলা এই ছবিতে সদ্যবিবাহিত জনসন ও হাশিনকে বিয়ের পোশাকে বেশ রোমান্টিক মুডে দেখা যায়।

ছবি শেয়ার করে জনসন লেখেন, ‘আমরা এটা সম্পন্ন করেছি। আগস্ট ১৮, ২০১৯। আমরা ধন্য। ’

বিয়ের আগেই জেসমিন (৩) ও তিয়ানা (১) নামে দু’টি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন জনসন (৪৭) ও হাশিন (৩৪)। অতঃপর তারা বিবাহ করলেন। এর আগে গার্সিয়ার সঙ্গে জনসনের প্রথম সংসারে সিমোন (১৮) নামে একটি কন্যা সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।