bangla news

ভূত তাড়াবেন কার্তিক আরিয়ান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৯ ৫:১৪:৩৮ পিএম
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার পোস্টারে কার্তিক আরিয়ান

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার পোস্টারে কার্তিক আরিয়ান

মানুষের মাথার খুলিকে বিছানা বানিয়ে শুয়ে আছেন কার্তিক আরিয়ান। হাতে কঙ্কাল। গায়ে ভূত তাড়ানো তান্ত্রিকের পোশাক। এমন ভয়ানক লুকে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার পোস্টারে ধরা দিলেন ‘লুকা ছুপ’খ্যাত এই অভিনেতা।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েলে যে কার্তিক আরিয়ান অভিনয় করছেন, এ খবর আগেই জানা গিয়েছিল। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশ করে সিনেমাটির প্রতি সবার আগ্রহ বাড়িয়ে দিলেন নির্মাতারা।

সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে কার্তিক আরিয়ান নিজেই ‘ভুল ভুলাইয়া ২’র পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে ভূত তাড়ানো তান্ত্রিক বেশে হাজির হয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভূত তাড়ানোর জন্য ভূতের গুরু বাড়িতে প্রবেশ করতে প্রস্তুত।’ 

প্রথম পর্ব নির্মাণ করেছিলেন প্রিয়দর্শন। সিক্যুয়েল পরিচালনা করছেন আনেস বাজমি। প্রযোজনা করছে টি-সিরিজ। ২০২০ সালের ৩১ জুলাই সিনেমাটি মুক্তি পাবে। 

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-19 17:14:38