bangla news

‘গেম অব থ্রোনস’র পরিচালকের স্ত্রী মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৬:২৮:৫৩ পিএম
বির্জিট ও ডেভিড নাটার

বির্জিট ও ডেভিড নাটার

‘এমি’ পুরস্কারজয়ী ‘গেমস অব থ্রোনস’র পরিচালক ডেভিড নাটারের স্ত্রী বির্জিট নাটার গত ২৪ জুলাই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অনেক দিন ধরে তিনি প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।

বির্জিট নাটার ১৯৬২ সালের ২২ ডিসেম্বর অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮০’র দশকের শুরুতে তিনি আমেরিকার ফ্লোরিডাতে বসবাস শুরু করেন। সেখানেই তার সাক্ষাৎ হয় ডেভিড নাটারের সঙ্গে। ১৯৮৭ সালে বিয়ে করেন তারা।

ডেভিডের প্রযোজনা সংস্থার বিবৃতিতে জানানো হয়, বির্জিট ছিলেন রাজনীতি বিষয়ে বিচক্ষণ, হাসি-খুশি ও মজাদার মানুষ। জীবন সম্পর্কে সবসময়ই ইতিবাচক ধারণা রাখতেন তিনি। তার পরিবার ও বন্ধুদের নিয়েই ছিল তার ভালোলাগার জগৎ।

বির্জিটের স্মৃতি বাকিটা জীবন বহন করবেন তার ৩২ বছরের জীবনসঙ্গী ডেভিড নাটার, এক মেয়ে জো এবং এক ছেলে বেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   হলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 18:28:53