bangla news

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৫:১০:৪৯ পিএম
সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ আগষ্ট) ভর্তি হন প্রখ্যাত এ অভিনেতা। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ভর্তি করা হয় তাকে। 

গত কয়েকদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। ফলে বুধবার ভোরে তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকে। এরপরই বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এ অভিনেতাকে।

চারজন চিকিৎসকের একটি বিশেষ দল তাকে পর্যবেক্ষণ করছেন। অভিনেতার রক্তে সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণও সঠিক পর্যায়ে নেই বলে জানা যায় হাসপাতাল সূত্রে। পাশাপাশি তার নিউমোনিয়া গভীরভাবে ফুসফুসে চেপে বসেছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অসুস্থতায় রীতিমতো উদ্বেগ বাড়ছে চলচ্চিত্র মহলে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ভিএস/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 17:10:49