bangla news

বিপাশা কবীর-বাপ্পীর চিত্রায়নে ‘খোঁপায় এঁটোফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৪:৪৮:৪১ পিএম
বাপ্পী চৌধুরী-বিপাশা কবীর

বাপ্পী চৌধুরী-বিপাশা কবীর

তরুণ কণ্ঠশিল্পী সঞ্জয়ের কণ্ঠের অধিক প্রশংসিত একটি গান ‘খোঁপায় এঁটোফুল’। ঈদ আয়োজনে গল্পনির্ভর ভিডিওতে প্রকাশ পেয়েছে গানটি। এতে মডেল হয়েছেন চিত্রনায়িকা বিপাশা কবীর ও বাপ্পী চৌধুরী।

গীতিকবি মাহতাব হোসেনের কথায় গাওয়ার পাশাপাশি গানটির সুরারোপও করেছেন সঞ্জয়। সঙ্গীতায়োজনে সুজন। এর ভিডিও নির্মাণ করেছেন রুবেল আনুশ।  

এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সঞ্জয় বলেন, ‘আড্ডায় আকস্মিকভাবে এসে যাওয়া সুরে কখনো কখনো হয়ে ওঠে ভালো গান। তেমনি এই গানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে এক আড্ডায় এঁটোফুল’র জন্ম হয়। ধীরে পূর্ণতা পায়, অবশেষে আলোর মুখ দেখে। এমনই নিয়মে প্রকাশ পেয়েছে গানটি। আমি অনেক বেশ আশাবাদী গানটি নিয়ে। আশা করি গান-ভিটিওটি দর্শক-শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়াবে।’ 

গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা ও সাড়া পাচ্ছেন বলে গীতিকবি মাহতাব হোসেন জানিয়েছেন।

ঈদ উপলক্ষে সোমবার (১২ আগস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সঙ্গীতা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘এঁটোফুল’।

ভিডিও: বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 16:48:41