bangla news

ইরেশের ‘গার্লফ্রেন্ড’ তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-০৯ ১২:০০:৩৭ পিএম
নুসরাত ইমরোজ তিশা ও ইরেশ যাকের

নুসরাত ইমরোজ তিশা ও ইরেশ যাকের

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মিশু। ক্যাম্পাসের অনেক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে অপমানিত হতে হয়েছে। সে কষ্টে মিশু বাসায় গিয়ে একেবারে কেঁদেই ফেলেন। সিদ্ধান্ত নেন আর কোনও দিন মেয়েদের দিকে মুখ তুলে তাকাবেন না।

কিন্তু পরদিন তার ক্যাম্পাসে একজন নতুন মেয়ে ভর্তি হয়। অপরূপ সুন্দরী মেয়েটির নাম নায়লা। অবাক করা ব্যাপার হচ্ছে, নায়লা নিজে থেকে এসে মিশুকে বন্ধুত্বের প্রস্তাব দেয়। তখন মিশু যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতেই পারছিল না।

কিছুদিন যেতে না যেতেই মিশু টের পেল গার্লফ্রেন্ড বা প্রেমিকা থাকার কত যন্ত্রণা! নায়লা সারাদিন তাকে ফোনে শাসন করেন, সন্দেহ করে। মিশু ভাবতে থাকে গার্লফ্রেন্ড ছাড়াই সে এতদিন ভালো ছিলেন!

এমনই মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড’। নিজের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে নায়লা চরিত্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মিশু চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইরেশ যাকের।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টায় ‘গার্লফ্রেন্ড’ এসএটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-09 12:00:37