ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কমেডি গল্পের নাটক ‘ভিলেজ ম্যাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
কমেডি গল্পের নাটক ‘ভিলেজ ম্যাম’

ঈদ উপলক্ষে গ্রাম্য পটভূমি নিয়ে নির্মাতা বিজয় রায় নির্মাণ করেছেন কমেডি নাটক ‘ভিলেজ ম্যাম’। এটি রচনা করেছেন মিজান মাহমুদ। 

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সিদ্দিকুর রহমান, প্রিয়ন্তি শ্রাবণ, রাবেল আহমেদ, শামীম খান, মিষ্টি, পিন্টু আকনজ্বী, লাভলী আক্তার, চিন্ময় রায়, মুন্না প্রমুখ।  

এই নাটক প্রসঙ্গে নির্মাতা বিজয় রায় বাংলানিউজকে বলেন, ‘নাটকটি কমেডি নির্ভর হলেও, কমেডির মাধ্যমে বর্তমান সময়ে গ্রামের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে।

’ 

অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘পরিচালক নাটকের গল্পটি সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। ’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাগরণ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমআরএ/ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।