ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদ আয়োজনে নিশো-মেহজাবিনের টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ঈদ আয়োজনে নিশো-মেহজাবিনের টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’ নিশো-মেহজাবিন

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘আঁধার কুমদ’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী। পান্থ শাহরিয়ারের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এর গল্পে দেখা যাবে, আজকাল মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা খুব সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তেমনি রহস্য ঘেরা এই ঢাকা শহর থেকে এক রাতের ব্যবধানে দুই তরুণ-তরুণী নিখোঁজ হয়ে যায়।

অতি সামান্য কিংবা গভীর কোনো ষড়যন্ত্রে খুব কাছের মানুষকে সরিয়ে ফেলাটা এক নিছক রাতের খেলা মাত্র। তারপর যেমনটা হয়- থানা পুলিশ, ভয়, আতঙ্ক, পারিবারিক উদ্বিগ্নতা প্রভৃতি। এই টেলিফিল্মে তাই হয়েছে। অপরিচিত দুই তরুণ-তরুণীকে রাখা হয়েছে একই পুরনো ভাঙা বাড়ির দুটো কক্ষে। দুজনের যোগাযোগের একমাত্র পথ হয়ে দাঁড়ায় দেওয়ালের ছোট্ট একটু ছিদ্র। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে থাকা এই দুই তরুণ-তরুণীর গল্পের টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’।

আসছে ঈদুল আজহার তৃতীয় দিন দুপুর ২টা ৩০মিনিটে চ্যানেল আইতে  প্রচার হবে টেলিফিল্মটি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।