ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গেরিলা উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
গেরিলা উৎসব

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য নাট্য  নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র (নেটপ্যাক) হিসেবে পুরস্কৃত হয়েছে।



‘গেরিলা’ ছবিটির এই সাফল্য উদযাপনের জন্য আয়োজন করা হয়েছে গেরিলা উৎসব। এই উৎসবের অংশ হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর এবং বিজয়ের ৪০ বছর উদযাপন উপলক্ষ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকার শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট, দুপুর ৩টা এবং সন্ধ্যা ৭ টায় ‘গেরিলা’ দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময় ১৭১০, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।