bangla news

দর্শক প্রশংসিত নাটক ‘ড্রিম গার্ল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২৩ ৮:২১:৪৩ পিএম
মেহজাবিন-অপূর্ব

মেহজাবিন-অপূর্ব

ইউটিউব ভিউর মাধ্যমে বর্তমানে গান ও নাটকের মান তথা শ্রোতা-দশর্কপ্রিয়তা নির্ণয় করা হচ্ছে।

সম্প্রতি বিউ শুভ’র পরিচালনায় অপূর্ব-মেহজাবিন অভিনীত ‘ড্রিম গার্ল’ নাটকটি প্রকাশিত হয়। প্রকাশের প্রথম দিনেই ১০ লাখের বেশি দর্শক উপভোগ করেছে নাটকটি। যা সচরাচর খুবই কম হয়। এমন সাফল্যে ‘ড্রিম গার্ল’ সংশ্লিষ্ট সবাই বেশ উচ্ছ্বসিত। 

নাটকের সাফল্য প্রসঙ্গে পরিচালক বিউ শুভ বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। এক দিনে এক মিলিয়ন ভিউ হাতেগুনা কয়েকটা নাটক হয়তো হয়েছে। আমার দৃষ্টিতে ‘ড্রিম গার্ল’ মেগাহিট। কৃতজ্ঞতা বাবুল ভাই ও সংশ্লিষ্ট সকলের প্রতি।’

সাউন্ডটেক কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘নাটকটির সাফল্যে আমি নিজেই অবাক। কারণ এই প্রথম আমাদের কোনও কন্টেন্ট এক দিনে এক মিলিয়ন ভিউ হয়েছে। এটিই সত্যিই অনেক আনন্দের। অবশ্য কাজ ভালো হলে প্রশংসিত হয়, হবেই।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিউ শুভ’র পরিচালনায় অপুর্ব-মেহজাবিন অভিনীত ‘ড্রিম গার্ল’ ‘সাউন্ডেক নাটক’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

লিঙ্ক: বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-23 20:21:43