ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদুল আজহার ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ঈদুল আজহার ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’

মফিজের তিন বউ। তারা অন্যের বাসায় কাজ করে টাকা আয় করেন। আর মফিজ তাদের টাকায় আরামে জীবন-যাপন করেন।

তার তিন বউয়ের চরিত্র তিন রকম। তিন বউয়ের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ঝগড়া অথবা খুনসুটি হয়।

এক কথায় সতীনের ঘর যেমন হয়। এসব বিষয় নিয়ে বিড়ম্বনায় পড়েন মফিজ।

পাশের বাড়ির দারোয়ান শরীফ, সে প্রতিদিন মফিজের তিন বউকে পটাতে ব্যস্ত, প্রতিদিন নানান উপহার দিয়ে সে বিবাহ করার চেষ্টা করতে থাকেন। অন্যদিকে মফিজ চতুর্থ বিয়ে করার জন্য এক সিনেমার উঠতি নায়িকার পিছনে ছুটছেন। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।  

এমনই হাস্যরসাত্মক গল্প নিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন এস এম শাহীন।  

এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, তানভীর মাসুদ, সানজিদা তন্ময়, মিলন ভট্ট, দিলু মজুমদার, মীর শহীদ, সুস্মি আহসান, দাউদ নুর প্রমুখ।  

নির্মাতা সূত্রে জানা যায়, ‘মফিজের লাইফস্টাইল’ নাটকটি ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত বৈশাখী টেলিভিশনের প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।