![]() অর্জুন-গ্যাব্রিয়েলা |
দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল। আফ্রিকান প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের গর্ভকালীন একটি ছবি চলতি বছরের এপ্রিলেই প্রকাশ করেছিলেন অর্জুন। এরপর বৃহস্পতিবার (১৮ জুলাই) তাদের পুত্র সন্তানের জন্ম হলো।
ইনস্টাগ্রামে পুত্র সন্তানকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন উচ্ছ্বসিত অর্জুন। গ্যাব্রিয়েলাও তার মেকআপ ছাড়া হাসপাতালের পোশাকে তোলা একটি ছবি শেয়ার করেছেন।
প্রথম পুত্র সন্তানের মাধ্যমে তৃতীয় সন্তানের বাবা হলেন অর্জুন। এর আগে মায়রা ও মাহিকা নামে দুটি কন্যা সন্তান রয়েছে তার। শুক্রবার (১৯ জুলাই) বাবার সঙ্গে তারাও হাসপাতালে ছুটে গেছেন তাদের নবাগত ছোট ভাইকে দেখার জন্য। কন্যাদ্বযের মা মেহের জেসিয়ার সঙ্গে ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদ হয় অর্জুন রামপালের।
অর্জুনকে সর্বশেষ ‘জি ফাইভ’র ‘দ্য ফাইনাল কল’ ওয়েব সিরিজে দেখা গেছে। সিরিজটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমকেআর/ওএফবি