ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে টম ক্রুজের ‘টপ গান: মেভরিক’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আসছে টম ক্রুজের ‘টপ গান: মেভরিক’ 

প্রকাশ পেয়েছে হলিউড তারকা টম ক্রুজ অভিনীত ‘টপ গান: মেভরিক’ সিনেমার ট্রেলার । ‘টপ গান (১৯৮৬)’ সিনেমার সিক্যুয়েল থ্রিলারধর্মী এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি। 

৩৪ বছর আগের সিনেমা ‘টপ গান’ যারা দেখেছেন, তাদেরকে আবারও স্মৃতিচারণায় বাধ্য করবে ‘টপ গান: মেভরিক’। এই ফ্র্যাঞ্চাইজিতে কেন্দ্রীয় চরিত্র ক্যাপটেন পিটার মেভরিক হিসেবে থাকছেন ‘মিশন ইমপজিবল’খ্যাত সুপারস্টার টম ক্রুজ।

ক্যাপটেনের সেই বিখ্যাত জ্যাকেটটিও থাকছে টমের গায়ে।

এই সিক্যুয়েলে মেভরিক নতুন ফ্লাইট ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব নেবেন। তার ফ্লাইট পার্টনার নিক গুজ ব্রাডশ’র পুত্র ব্রাডলি ব্রাডশকে তিনি গড়ে তুলবেন। ব্রাডলি তার পিতার মতোই বিখ্যাত বিমানচালক হয়ে উঠতে চায়।

জোসেফ কোসিংস্কি পরিচালিত এই সিনেমায় টম ক্রুজ ছাড়াও প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মাইলস টেলার, ভল কিমার, জেনিফার কানেলি, এড হ্যারিস প্রমুখ।  

প্যারামাউন্ট পিকচারস পরিবেশিত ‘টপ গান: মেভরিক’ ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাওয়ার কথা।  

ট্রেলার: বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।