bangla news

‘সৃষ্টি সুখের উল্লাসে’ নকীব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৯ ৩:১৮:৫৪ পিএম
গিটার হাতে নকীব খান

গিটার হাতে নকীব খান

স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রায় পঞ্চাশ বছরে সঙ্গীত জগতের দীর্ঘ পথ চলায় অনেক গুণী শিল্পীর অবদান আমাদের পাথেয় হয়ে আছে। এমন শিল্পীদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প নিয়ে নেকটার নিবেদিত  জিটিভির গবেষণামূলক অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়েছেন সঙ্গীতশিল্পী নকীব খান। সঙ্গীতাকাশের এক ধ্রুব তারা তিনি। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরকার, গীতিকবি এবং গায়ক নকীব খান। ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘ভাল লাগে জোসনা’, ‘যদি লক্ষ থাকে অটুট’সহ এমন অারও অনেক গানের সুরস্রষ্টা তিনি। সঙ্গীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে আজকের নকীব খান হিসেবে। 

শিল্পীর শিল্প সৃষ্টির গল্প, সঙ্গীত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি’সহ বিভিন্ন বিষয় নিয়ে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অতিথি হয়ে কথা বলেছেন নকীব । 

কবি রেজাউদ্দিন স্টালিন এর সঞ্চালনায়  অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। শুক্রবার ( ১৯ জুলাই) রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। এছাড়া প্রতি শুক্রবার রাত ৯টায় নিয়মিতভাবে প্রচার হবে ‘সৃষ্টি সুখের উল্লাসে’।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ওএফবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-19 15:18:54