bangla news

জন্মদিনে বলিউডের বন্ধুদের ভালোবাসা পেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৮ ৬:৩৩:১১ পিএম
বরুণ, সোনম, অনিল ও মাধুরীর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

বরুণ, সোনম, অনিল ও মাধুরীর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ের পর প্রথম জন্মদিন উদযাপন করছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বৃহস্পতিবার (১৮ জুলাই) সাবেক এই বিশ্ব সুন্দরী ৩৭তম জন্মদিন নিজের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে উদযাপন করছেন যুক্তরাষ্ট্রে।

সেখানে বন্ধুরা প্রিয়াঙ্কাকে দারুণ একটি কেক দিয়ে চমকে দেন। জন্মদিনের কেক কেটে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেন পিসি। তবে তখন সেখানে ছিলেন না তার স্বামী নিক জোনাস।  

এদিকে বিশেষ এই দিনে প্রিয়াঙ্কাকে ভুলে যায়নি বলিউড। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে অনিল কাপুর, সোনাম কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার সঙ্গে তোলা ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বরুণ ধাওয়ান ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া। পুরো বিশ্ব তোমার হাতে নিয়ে নাও।’

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি লেখেন, ‘‘শুভ জন্মদিন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। সবসময় আলো ছড়িয়ে যাও, আমাদের বিনোদন দিয়ে যাও। পর্দার বাইরেও সবার প্রিয় হয়ে ওঠো। তোমার জন্য সর্বদা ভালোবাসা।’

সোনাম কাপুর ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, ‘প্রত্যেক বছর আপনি উপরে উঠছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, এ বছরটা আপনার জন্য অনেক স্পেশাল। আশা করছি আপনার দিকে আরও সুন্দর বছর এগিয়ে আসছে। ভালোবাসা মাখা চুমু।’

অভিনেতা অনিল কাপুর লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া। তোমাকে জেনে ও তোমার সঙ্গে কাজ করে সবসময় আনন্দ পেয়েছি। তোমার জার্নি ও আচরণ উদ্দীপনামূলক। তুমি কোনও কাজে মনোযোগ দিলে বড় কোনও বাধাই সেটাকে আটকে রাখতে পারে না। সবসময় হাসিখুশি থাকো। অনেক ভালোবাসা।’    

সোনালি বোসের ‘দ্য স্কাই ইস পিং’ দিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এতে তার সঙ্গে রয়েছেন ফারহান আখতার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-18 18:33:11