ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

সোহেল তাজের 'হটলাইন কমান্ডো'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জুলাই ১৮, ২০১৯
সোহেল তাজের 'হটলাইন কমান্ডো' শো-র টিজারে সোহেল তাজ

ঢাকা: সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে টিভি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়।  

চুক্তি সই অনুষ্ঠানে সোহেল তাজ বলেন, আমার বাবা-মা সব সময় দেশের জন্য কাজ করেছেন।

আমার মা সব সময় আমাকে বলতেন যা করবি তা যেন দেশের মানুষের কল্যাণে হয়।  

‘আমি দেশে-বিদেশে যেখানেই যাই প্রচুর মানুষের ভালোবাসা পাই। মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে কি করতে পারি সব সময় আমি ভাবতাম। আমার ধন-সম্পদ নেই, কী দিয়ে আমি তাদের ভালোবাসার ঋণ শোধ করবো। তাই আমার আজকের এ উদ্যোগ। ’

সোহেল তাজের সংবাদ সম্মেলনসোহেল তাজ বলেন, মানুষের ও সমাজের সুস্বাস্থ্যই একটি দেশের উন্নয়নের মূলমন্ত্র। আমাদের সবাইকে তাই সমাজের সব রোগ-ব্যাধিকে লালকার্ড দেখাতে হবে।  

হটলাইন কমান্ডো অনুষ্ঠানের স্পন্সর হিসেবে থাকছেন সুজুকি মটরস, মিতসুবিশি মটরস ও র‍্যাংগস গ্রুপ।  

অনুষ্ঠানটি নির্মাণ করছেন কাউসার মাহমুদ ও গৌতম কোয়েরি। আরটিভিতে মঙ্গলবার রাত ৮টায় ১৫ দিন পর পর প্রচারিত হবে।  

এসময় আরও উপস্থিত ছিলেন, র‍্যাংগস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রম্য রউফ চৌধুরী, ডিরেক্টর শন হাকিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯ 
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।