ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘বাটলা হাউজ’র ট্রেলার নিয়ে হাজির জন আব্রাহাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
‘বাটলা হাউজ’র ট্রেলার নিয়ে হাজির জন আব্রাহাম

ভারতের দিল্লী পুলিশের এনকাউন্টারের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘বাটলা হাউজ’। জন আব্রাহাম অভিনীত সিনেমাটি ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (১০ জুলাই) প্রকাশিত হলো সিনেমাটির ট্রেলার।

২০০৮ সালে দিল্লীর বাটলা হাউজে সংঘটিত পুলিশের একটি এনকাউন্টারের সত্য-ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা। ওই ঘটনাটি ভারতজুড়ে সমালোচিত হয় এবং পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে।

 

নিখিল আদবানি পরিচালিত এই সিনেমার ট্রেলারে মৃণাল ঠাকুর ও নোরা ফাতেহিকে দেখা গেছে। মৃণাল ঠাকুর একজন সাংবাদিকের চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন।

‘বাটলা হাউজ’ প্রযোজনা করেছে টি-সিরিজ, ইম্মে এন্টারটেইনমেন্ট, জেএ এন্টারটেইনমেন্ট ও বেক মাই কেক ফিল্মস্। একই দিনে মুক্তি পাবে ‘সাহো’ এবং ‘মিশন মঙ্গল’। ফলে বক্স অফিসে এই সিনেমা দু’টির সঙ্গে লড়বে ‘বাটলা হাউজ’।

**‘বাটলা হাউজ’ সিনেমার ট্রেলার

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।