ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী জহিন তাহিরা আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
পাকিস্তানি অভিনেত্রী জহিন তাহিরা আর নেই জহিন তাহিরা

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের গুণী নাট্যাভিনেত্রী জহিন তাহিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে পাকিস্তানের করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাহিরার হার্টের সমস্যা প্রকট আকার ধারন করলে ২৩ জুন তাকে করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় তিন সপ্তাহ সেখানের চিকিৎসা শেষে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

তাহিরার মৃত্যু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তার নাতি দানিয়াল শাহজাদ খান। তিনি লেখেন, ‘আমার দাদু জহিন তাহিরা আর নেই। ’

অভিনয় ক্যারিয়ারে (১৯৬০-৮০) টানা ২০ বছর জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন তাহিরা। অভিনয় করেছেন সাতশ’র মতো টিভি সিরিয়ালে। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তামঘা-ই-ইমতিয়াজ পদকের পাশাপাশি পেয়েছেন আরও অসংখ্য পুরস্কার।

শওকত সিদ্দিকের পরিচালনায় ‘খোদা কি বস্তি’ টিভি সিরিয়ালের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হন তাহিরা।

তাহিরার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গনে। তার জন্য দোয়া চেয়েছেন পরিবার’সহ বিনোদন অঙ্গনের অনেকে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।