ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘রিলিজ-জ্যাম’ থেকে মুক্ত হলো সোলসের জ্যাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
‘রিলিজ-জ্যাম’ থেকে মুক্ত হলো সোলসের জ্যাম

বাংলাদেশে ব্যান্ডসঙ্গীত জনপ্রিয় করে তুলতে সোলস রয়েছে বিশেষ অবদান।   পথচলার দীর্ঘ চার দশকে সোলস দেশকে উপহার দিয়েছে তপন চৌধুরী, নকীব খান, আইয়ুব বাচ্চু, নাসিম আলী খান, পার্থ বড়ুয়ার মতো গুনী শিল্পী।

অনেকে এসেছেন, অনেকে বেরিয়ে গেছেন। থেমে থাকেনি সোলস। চট্টগ্রামে গড়ে ওঠা এই ব্যান্ডটি ধরে রেখেছে জনপ্রিয়তা।

নিয়মিত স্টেজ প্রোগ্রামে অংশ নিলেও গত পাঁচ বছর ধরে সোলস কাছ থেকে নতুন অ্যালবাম পাওয়া যায় নি। সোলসের বর্তমান কান্ডারী পার্থ বড়ুয়া প্রায় বছরখানেক ধরে ভক্তদের আশ্বাস দিয়েছেন, নতুন অ্যালবাম ‘জ্যাম’-এর কাজ শেষ। শিগগিরই এটি রিলিজ দেওয়া হবে। কিন্তু ‘রিলিজ-জ্যাম’ থেকে তা মুক্ত হয় নি। অবশ্য চলতি বছরের আগস্টে ‘জ্যাম’ অ্যালবামের গানগুলো গ্রামীন ফোনে রিলিজ দেওয়া হয়। তবে তা গ্রামীণ ফোনের গ্রাহকরাই কেবল শুনতে পেয়েছেন।

এবার অবশ্য ‘রিলিজ-জ্যাম’ কাটিয়ে অডিও বাজারে সিডি আকার প্রকাশ হচ্ছে সোলসের ‘জ্যাম’।
অ্যালবামটি সাজানো হয়েছে মোট ১২টি গান দিয়ে। গানগুলোর শিরোনাম হচ্ছে- নির্মলেন্দু গুণ, ছায়া, জ্যাম, বৃষ্টি, আতশবাজি, নতুন ভোরে, দস্যি মেয়ে, বর্ণচোরা, প্রিয়মুখ,মন খারাপ, গান, নাট্যকবিতা। গানগুলো লিখেছেন আশরাফ বাবু, কবির বকুল, গোলাম কবির রনি, রানা, আশিক , টি আই অন্তর ও মাহফুজ রহমান।

সোলসের বিশ বছরের কান্ডারি ও প্রধান ভোকাল পার্থ বড়ুয়া ‘জ্যাম’ অ্যালবামটি সম্পর্কে বাংলানিউজকে বলেন, দেশ জুড়ে ছড়িয়ে আছে সোলসের অগুনতি ভক্ত। এবার সিডি আকারে অডিও বাজারে এটি প্রকাশিত হচ্ছে। এর মাধ্যমে অ্যালবামটি পৌছে যাচ্ছে সব শ্রেণীর শ্রোতাদের হাতের নাগালে। গ্রামীন ফোনে গানগুলো রিলিজ দেওয়ার পর  যেটুকু সাড়া পেয়েছি তাতে মনে হচ্ছে অ্যালবামটির গানগুলো শ্রোতাদের পছন্দ হয়েছে।

গ্রামীন ফোনের পৃষ্টপোষকতায় ডেডলাইন মিউজিকের ব্যানারে অ্যালবামটি চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে বলে পার্থ বড়ুয়া জানান।

সোলসের সর্বশেষ ‘ঝুটঝামেলা’ অ্যালবামটি প্রকাশ হয়েছিল ২০০৭ সালে। দীর্ঘ পাঁচ বছর পর ‘জ্যাম’-অ্যালবামটির মাধ্যমে সোলস আবার অডিও বাজারে আসছে। সোলসের বর্তমান লাইন আপ হলো-  নাসিম আলী খান : ভোকাল, পার্থ বড়ুয়া : ভোকাল ও লিড গিটার, মাসুম : ড্রামস,  জাকির হাসান রানা : বেস গিটার, আশিক রহমান : কি-বোর্ড ও তুষার দত্ত : পারকিউশনস।


বাংলাদেশ সময় ১৪১০০, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।