bangla news

‘দোস্তানা ২’ সিনেমায় জুটি বাঁধলেন জাহ্নবী-কার্তিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৭ ১২:২৮:১০ পিএম
জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ান

জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ান

২০০৮ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কা-জন-অভিষেক অভিনীত সুপারহিট সিনেমা ‘দোস্তানা’। এক দশক পর এর সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন প্রযোজক করণ জোহর। 

এতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ানকে। তবে সিনেমাটির দ্বিতীয় নায়ক কে হবেন, তা এখনও গোপন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) করণ জোহরের ধর্ম প্রোডাকশন্স থেকে একটি টিজার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে জাহ্নবী ও কার্তিক ছাড়া থাকছেন আরও একজন ‘সুটেবল বয়’, কিন্তু তিনি কে? তা বলা হয়নি।

প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ছিল ‘দোস্তানা’। এতে জন, প্রিয়াঙ্কা ও অভিষেকের দুর্দান্ত পারফর্মেন্স সিনেমাটিকে হিটের তকমা এনে দেয়।

আগামী বছরের ‘দোস্তানা ২’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করবেন কলিন ডি’কুনহা।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-27 12:28:10