bangla news

৩ সপ্তাহ পর হলিউড চাঙ্গা করলো ‘টয় স্টোরি ৪’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৪ ৭:৪১:২৮ পিএম
‘টয় স্টোরি ৪’র পোস্টার

‘টয় স্টোরি ৪’র পোস্টার

ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর ব্যর্থতায় হলিউডের বক্স অফিসে টানা তিন সপ্তাহ মন্দা চলছিল। এবার সেই মন্দাভাব কাটিয়ে প্রাণ ফিরিয়ে এনেছে ‘টয় স্টোরি ৪’।

রোববার (২১ জু্ন) প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১১২ মিলিয়ন ডলার। অ্যানিমেশন সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের অংকে ‘টয় স্টোরি ৪’ দখল করেছে চতুর্থ স্থান। 

অ্যানিমেশন সিনেমায় সর্বোচ্চ উপার্জনকারী হলো ২০১৮ সালের ‘ইনক্রেডিবলস ২’ (১৮২ মিলিয়ন ডলার), ২য় স্থানে রয়েছে ২০১৬ সালের ‘ফাইন্ডিং ডোরি’ (১৩৫ মিলিয়ন ডলার) এবং ৩য় স্থানে ২০০৭’র ‘শ্রেক দ্য থার্ড’ (১২১ মিলিয়ন ডলার) সিনেমাটি। 

এ বছরের তৃতীয় সর্বোচ্চ প্রারম্ভিক উপার্জন করলো ‘টয় স্টোরি ৪’। এর আগের সফল সিনেমা দুটোও ডিজনির। এ ছাড়াও সর্বোচ্চ আয় করেছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ২য় স্থানে রয়েছে ‘ক্যাপ্টেন মারভেল’। 

গত সপ্তাহগুলোতে ‘ডার্ক ফনিক্স’, ‘গডজিলা: কিং অব দ্য মনস্টার্স’ এবং ‘মেন ইন ব্লাক: ইন্টারন্যাশনাল’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ‘টয় স্টোরি ৪’ ভালো ব্যবসার মুখ দেখছে। 

এছাড়া অন্য সিনেমাগুলো থেকে ‘টয় স্টোরি ৪’ দর্শকদের ইতিবাচক রিভিউ বেশি পাচ্ছে। ৯৮ শতাংশ ইতিবাচক রেটিং পেয়েছে সিনেমাটি। গত সপ্তাহের শীর্ষস্থানীয় সিনেমা সনি পিকচার্সর ‘মেন ইন ব্লাক: ইন্টারন্যাশনাল’ তেমন সাড়া জাগাতে পারেনি। এর দর্শকদের রিভিউ রেটিং ছিল মাত্র ৬৪ শতাংশ। শুধু দর্শক নয় পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ‘টয় স্টোরি ৪’। যদিও প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারেনি এটাও।

পিক্সার অ্যানিমেশন স্টুডিও প্রযোজিত আর ডিজনি পরিবেশিত ‘টয় স্টোরি ৪’ সিনেমাটি নির্মাণ করেছেন জোশ কুলি। এর আগে ওয়াল্ট ডিজনি স্টুডিওস পরিবেশিত ‘টয় স্টোরি ৩’ ২০১০ সালে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ২৪ জুন, ২০১৯
জেআইএম/

ক্লিক করুন, আরো পড়ুন :   হলিউড সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-24 19:41:28