bangla news

ফের আমিরের নায়িকা কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৩ ৩:১২:৪২ পিএম
কারিনা-আমির

কারিনা-আমির

মার্কিন ঔপন্যাসিক উইন্সটন গ্রুমের উপন্যাস অবলম্বনে রবার্ট জেমেকিসের সিনেমা ‘ফরেস্ট গাম্প’ মুক্তি পায় ১৯৯৪ সালে। অস্কারজয়ী সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিল। একে সর্বকালের অন্যতম সেরা সিনেমা বলেও মনে করেন অনেকে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে অস্কার জিতেছিলেন টম হ্যাংকস। 

এবার নির্মিত হচ্ছে ‘ফরেস্ট গাম্প’র ভারতীয় সংস্করণ, নাম ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দনের পরিচালনায় সিনেমাটিতে নাম ভূমিকায় থাকছেন আমির খান। সিনেমাটির অন্যতম প্রযোজকও তিনি।

নিজের জন্মদিনে (১৪ মার্চ)  ‘লাল সিং চাড্ডা’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আমির। এতে নায়িকা কে হবেন, এ নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মার নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত আমিরের নায়িকা হতে যাচ্ছেন কারিনা কাপুর। 

চলতি বছরের অক্টোবরেই শুরু হচ্ছে ‘লাল সিং চাড্ডা’র শুটিং, মুক্তি পাবে ২০২০ সালের বড়দিনে।

এ নিয়ে তৃতীয়বারের মতো আমিরের বিপরীতে অভিনয় করবেন কারিনা। এর আগে, ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ’ সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯। আপডেট: ১৬১৫ ঘণ্টা
ওএফবি/একে

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-23 15:12:42