ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

অন্যরকম অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, জুন ২১, ২০১৯
অন্যরকম অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স ৭৬। তবে এই  বয়সেও ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। তরুণ বয়সের মতো এখনো সমান তালে বড় পর্দায় নতুন নতুন রূপে হাজির হচ্ছেন তিনি।

শুক্রবার (২১ জুন) মুম্বাইয়ের এক চিত্র সমালোচক বলিউড ‘শাহেনশাহ’র নতুন সিনেমা ‘গুলাবো সিতাবো’র লুক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সাদা দাড়ি-গোঁফে এক থুড়থুড়ে বুড়ো রূপে দেখা মিলল বিগ বি'র।

প্রকাশের পর ছবিটি নেট দুনিয়ার মানুষদের প্রশংসা ভাসছে। অনেকে ভিন্ন রকম অমিতাভকে দেখে বেশ অবাকই হয়েছেন।

সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’তে বাড়িওয়ালার ভূমিকায় অমিতাভতে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটিতে আরও রয়েছেন আয়ুষ্মান খুরানা।  

সম্প্রতি লখনউতে এর শুটিং শুরু হয়েছে। ২০২০ সালের ২৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।