bangla news

দর্শকের ভালোবাসা পাচ্ছে ‘কটন বাড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৮ ৯:৫৬:২৯ পিএম
তানজিন তিশা ও তৌসিফ মাহবুব

তানজিন তিশা ও তৌসিফ মাহবুব

একটি ইলেক্ট্রনিক্স দোকানের বিক্রেতা মাজিদের বদভ্যাস হচ্ছে, তিনি সবসময় কটন বাড দিয়ে কান চুলকান। যেটা তার পাশের মানুষদের খুব বিব্রত করে। শুধু তাই নয়, বদভ্যাসটির কারণে প্রেমিকার সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে।

এমন ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কটন বাড’। তরুণ পরিচালক ইউসুফ চৌধুরী পরিচালিত নাটকটি গত ঈদ উপলক্ষে বাংলাভিশন টিভিতে প্রচার হয়েছে। পাশাপাশি প্রকাশ পেয়েছে ইউটিউবেও। অনলাইনে প্রকাশের পর নাটকটি দর্শকের প্রশংসা ও ভালোবাসা পাচ্ছে।  

এ প্রসঙ্গে ইউসুফ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘এটি ঈদে আমার একমাত্র কাজ। ইউটিউবে প্রকাশের পর কোনও রকম বুস্ট ছাড়া নাটকটি তিন দিনে ৭ লাখ ভিউ অতিক্রম করে। যেটা দেখে আমি খুব অবাক হয়েছি। দর্শকরা গল্পটি পছন্দ করছে এটাই আমার বড় প্রাপ্তি।’  

দয়াল সাহা রচিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা।

‘কটন বাড’র মধ্য দিয়ে প্রায় দুই বছর পর আবারও নির্মাণে ফিরেছেন ইউসুফ চৌধুরী। আসন্ন ঈদুল আযহায় তিনি বেশ কয়েকটি নাটক দর্শকদের উপহার দেবেন বলে জানিয়েছেন।

**'কটন বাড' নাটক

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-18 21:56:29