[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

অবুঝ বউ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৯-০২ ৭:৫৯:১৭ এএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নির্মিত ছবি ‘অবুঝ বউ’। নারগিস আক্তার পরিচালিত এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে ঈদের পর দিন সকাল ১০টা ৩০ মিনিটে ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নির্মিত ছবি ‘অবুঝ বউ’। নারগিস আক্তার পরিচালিত এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে ঈদের পর দিন সকাল ১০টা ৩০ মিনিটে ।

সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম এই ছবিটির স্বত্ব ক্রয় করেছে প্রযোজক শহীদুর রহমানের কাছ থেকে। ‘অবুঝ বউ’ ছবিতে অভিনয় করেছেন ববিতা, ফেরদৌস, শাকিল খান, নিপুন, প্রিয়াংকা, ওয়াহিদা মলিক জলি, অমল বোস, প্রমুখ।

গ্রামের চঞ্চলস্বভাবের মেয়ে প্রিয়াংকা। যার মন আকাশের মতোই উদার। সারাদিন এদিক ওদিক শিশু-বুড়ো সবার সাথে ছুটে বেড়ানোই যেন তার কাজ। নিয়মানুযায়ী একদিন তার জীবনে আসে বিয়ের বার্তা। পাত্র সুদর্শন ফেরদৌস। কিন্তু বিয়ের পরও তার ছেলেমানুষী কাটে না মেয়েটির। কিন্তু শত হলেও স্বামীর সংসার। তার ছেলেমানুষী স্বভাবের পরিবর্তন না হওয়াটা স্বামী মেনে নিলেও, শ্বশুরবাড়ির অন্য সবাই মেনে নিতে পারে না। ফলে প্রিয়াংকার জীবনে নেমে আসা অন্ধকার ।  
 
ছবিটি এই ঈদে মুক্তি পাবে বসুন্ধরা সিটি স্টার সিনেপেক্সে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২০, সেপ্টেম্বর ০২, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache