ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গান্ধীর জন্মজয়ন্তীতে ভিকির সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
গান্ধীর জন্মজয়ন্তীতে ভিকির সিনেমা উধম সিংয়ের লুকে ভিকি

একশ’ বছর আগের ঘটনা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অন্যতম কালো দিন।

হ্যাঁ, দিনটিতে জালিয়ানওয়ালা বাগে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো ব্রিটিশ সেনাবাহিনী। মারা গিয়েছিলো হাজারেরও বেশি মানুষ।

তখন পাঞ্জারের উধম সিং ছিলেন একজন দূরন্ত কিশোর। প্রত্যক্ষদর্শী এই কিশোরকে নাড়া দিয়েছিলো ঐ নৃশংস হত্যাকান্ড। তাই ২০ বছর পরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন উধম।

ঐ ঘটনার প্রেক্ষাপটে পরিচালক সুজিত সরকার নির্মাণ করছেন উধম সিংয়ের বায়োপিক। এতে উধম সিংয়ের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশককে।  

সিনেমাটি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে পরিচালক সুজিত সরকার জানান,  এরইমধ্যে সিনেমাটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের ‍শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে। শুটিং হবে ইউরোপ, রাশিয়া ও উত্তর ভারতে। আর সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী বছরের ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে।  

সম্প্রতি ইনস্টাগ্রামে উধম সিংয়ের ভূমিকায় নিজের লুক শেয়ার করেছেন ভিকি, যেটি ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।