ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সঙ্গীতের ঝরণাধারায় শীতল হলেন দর্শক-শ্রোতা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
সঙ্গীতের ঝরণাধারায় শীতল হলেন দর্শক-শ্রোতা  শেষ হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: জ্যৈষ্ঠের তীব্র গরমে প্রাণ যখন যায় যায়, ঠিক সে সময় উচ্চাঙ্গ সঙ্গীতের শীতল ঝরণাধারায়, সুরের মূর্ছনায় শীতল হলেন অসংখ্য দর্শক-শ্রোতা।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ‘গানের ঝরণা তলায় জ্যৈষ্ঠ বৈঠক’ শিরোনামে এ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।  

শুরুতেই দীর্ঘ ৩৫ মিনিট দলীয় তবলার তিন তালের সুরে শ্রোতাদের বিমোহিত করেন সজীব বিশ্বাস, অর্পণ চৌধুরী ও সুপান্থ মজুমদার।

হারমোনিয়ামে ছিলেন অভিজিৎ কুণ্ডু।

এরপর উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক একটি ডকুমেন্টারি দেখানো হয়।  

যুগলবাদন এসরাজ ও সারেঙ্গি পরিবেশন করেন রায়হানুল আমিন ও শৌণক দেবনাথ। তবলায় ছিলেন অঞ্জন সরকার।  

সুপ্রিয়া দাশের কণ্ঠে খেয়াল পরিবেশনের সময় শ্রোতারা হারিয়ে যান পরিপূর্ণ সুরের মোহনায়। খেয়াল পরিবেশনে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে সহযোগিতা করেন অভিজিত কুণ্ডু। খেয়াল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।

তিন দিনব্যাপী অনুষ্ঠানে শুক্রবার (১৪ জুন) প্রাণের খেলা শিরোনামে কবি গুরু রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলী।

শনিবার (১৫ জুন) চন্দনা মজুমদারের কণ্ঠে ধারণ করা রাধারমনের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’র প্রকাশনা অনুষ্ঠান হবে। অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সঙ্গীত ব্যক্তিত্ব আকরামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।