bangla news

ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৫ ৫:০৪:২০ পিএম
ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও বুধবার (০৫ জুন) ঈদুল ফিতর পালিত হচ্ছে। পবিত্র এই উৎসব উপলক্ষে বলিউড তারকারা টুইটারে ঈদ বার্তার দিয়েছেন। দর্শক-ভক্তসহ সকলকে তারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া:  সবাইকে ঈদ মোবারক। ঈদের মহিমা বিশ্বজুড়ে প্রেম, আনন্দ এবং শান্তি আনতে পারে।

বরুণ ধাওয়ান: আপনাদের সবাইকে ঈদ মোবারক। শান্তি, ভালোবাসা ও আলো আসুক।

রাকুল প্রীত সিং: সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের জীবন সুখ ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাক।

সুনীল গ্রোভার: সবাইকে ঈদ মোবারক। আপনারের সকল প্রার্থনা কবুল হোক। ভালোবাসা ও শুভেচ্ছা।

সুস্মিতা সেন: ঈদ মোবারক। প্রার্থনা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই শুভেচ্ছা। আবারো ভালোবাসা, আপনাদের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ সাফি আল্লাহ কাফি, অনেক ভালোবাসা ও দোয়া।

জুনিয়র এনটিআর: এই ঈদ সবার শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।

আলী আসগর: হয়তো আপনার সমস্ত প্রার্থনা গ্রহণ করা হতে পারে। সর্বশক্তিমান আল্লাহ সমস্ত মানবজাতীর উপর রহমত বর্ষণ করুক।

আনুশকা শর্মা: সকল শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আনন্দ আমার পরিবার ও আপনাদের জন্য। ঈদ মোবারক। 

এছাড়া অভিষেক বচ্চন, সারা আলী খান, দুলকুয়ের সালমান, কপিল শর্মা, বরুণ তেজা এবং ধানুসসহ আরও অনেক তারকা ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-05 17:04:20