bangla news

অদ্ভুত ঔষধ আবিষ্কার করেছেন তারিক আনাম খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৪ ৫:২২:৫২ পিএম
তারিক আনাম খান ও সাদিয়া ইসলাম মৌ

তারিক আনাম খান ও সাদিয়া ইসলাম মৌ

বিজ্ঞানী তৌহিদুল হাসান একটি ঔষধ আবিষ্কার করেছেন। যা কারো গায়ে পুশ করলে মানুষের বয়স ওখানেই থেমে যাবে। যেমন যদি ত্রিশ বছর বয়সে ইনজেকশন দিয়ে পুশ করা হয়, তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত তেমন যুবকই থাকবে। সে কখনো বুড়ো হবে না, সে যুবক অবস্থাতেই এক সময় মারা যাবে।

এক বিদেশী বিজ্ঞানীর সঙ্গে ওই অদ্ভুত ঔষধ নিয়ে তৌহিদুল হাসান মিটিং করতে গেলে তিনি অপহৃত হয়। তার কিডন্যাপের বিষয় নিয়ে পুরো দেশে হৈচৈ পড়ে। অপহরণকারীদের ধরতে দেশের প্রশাসন মাঠে নেমে যায়।

এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘স্টপ’। এটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। অভিনয় করেছেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নাটকে বিজ্ঞানী তৌহিদুল হাসানের চরিত্রে তারিক আনাম খানকে দেখা যাবে ।

ঈদের তৃতীয় দিন দুপুর আড়াইটায় ‘স্টপ’ এসএ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-04 17:22:52