ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কিংবদন্তি নাট্যকার মমতাজউদদীন আহমদের জীবন সংকটাপন্ন  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুন ২, ২০১৯
কিংবদন্তি নাট্যকার মমতাজউদদীন আহমদের জীবন সংকটাপন্ন   মমতাজউদদীন আহমদ

প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের শারীরিক অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 

বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার দীর্ঘ দিনের সহচর অধ্যাপক রতন সিদ্দিকী।  

রতন সিদ্দিকী জানান, ১৫ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।  

রতন সিদ্দিকী আরও জানান, মমতাজউদদীন আহমদের ছেলে সেজান মাহমুদ তিতাস যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।  

সেজান মাহমুদ বলেন, এর আগে একাধিকবার লাইফ সাপোর্ট থেকে বাবা ফিরে এসেছিলেন। এবারও দেশবাসীর কাছে মমতাজউদদীন আহমদের জন্য দোয়া চান তিনি।  

অধ্যাপক মমতাজউদদীন আহমদ দেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।  


বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জুন ০১, ২০১৯
জেআইএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।