ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সুরে-কণ্ঠে ‘বৈরাগী’র বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জুন ১, ২০১৯
সুরে-কণ্ঠে ‘বৈরাগী’র বার্তা শফি মন্ডল-শফিক তুহিন

ঈদুল ফিতর উপলক্ষ্যে ভক্ত-অনুরাগীদের নতুন গান উপহার দিচ্ছেন প্রখ্যাত বাউলশিল্পী শফি মন্ডল।

তোমার একতারাতে ঘুন ধরেছে/সুর তুলেছো কার লাগি/তুমি বৃথাই সেজেছো বৈরাগী- বৈরাগী বকুলের এমন কথায় তৈরি করা হয়েছে ফোক ফিউশন ঘরানার এই গানটি। এর সুরারোপ করেছেন সঙ্গীতশিল্পী শফিক তুহিন।

সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন।

গানটিতে একতারা ব্যাঞ্জো স্যাক্সোফোন গিটারসহ অন্যান্য যন্ত্রের ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে ভিন্নমাত্রার গানটির ব্যতিক্রমধর্মী ভিডিওটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছে ওয়ান মোর জিরো টিম।

গান ভিডিওতে চিরায়ত মডেলের নিয়ম ভেঙে  মুখাভিনয় শিল্পীর ব্যতিক্রম উপস্থাপনা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কাজটি করেছেন প্রখ্যাত মূকাভিনয়শিল্পী পার্থ প্রতিম মজুমদারের ছাত্র আল মাসুম সবুজ।

এ গান প্রসঙ্গে শফিক তুহিন বাংলানিউজকে বলেন, গান ভালো-মন্দের বিষয়টি শ্রোতারাই নির্ণয় করবেন। আমরা ভালো কিছু করার চেষ্টাই করেছি। এখন শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।

সময় চূড়ান্ত না হলেও জিরো রেকর্ডস’র গানটি ঈদ আয়োজনে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।