ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘অনির্দিষ্টকালের বিরতিতে’ ব্যান্ড নেমেসিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ৩১, ২০১৯
‘অনির্দিষ্টকালের বিরতিতে’ ব্যান্ড নেমেসিস নেমেসিস ব্যান্ডের সদস্যরা

চলতি বছর ২১ বছরে পা দিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দীর্ঘযাত্রার পর হঠাৎ ‘অনির্দিষ্টকালের জন্য বিরতি’র ঘোষণা দিলো গানের দলটি। আপাতত নেমেসিস কোনো রকম কনসার্ট কিংবা পারফরম্যান্সে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

নেমেসিসের ভোকাল জোহাদ রেজা চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ড্রামার ডিও প্রায় ছয় মাস ধরে অসুস্থ। এছাড়া আমাদের আরেকজন সদস্যেরও শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না।

তাই আমরা আপাতত শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি’।

‘তবে বিষয়টি জটিলভাবে নেওয়ার মতো কিছু হয়নি। কিছুদিন বিরতির পর আবার আমরা নতুন উদ্যমে খুব শিগগির ফিরে আসবো’, যোগ করেন তিনি।

নেমেসিসের প্রথম একক অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ পায় ২০০৫ সালে। এরপর ছয় বছর পর ২০১১ সালে মুক্তি পায় ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। এছাড়া অসংখ্য মিক্স অ্যালবামে গান করে তারা প্রশংসা কুড়িয়েছে।

নেমেসিসের বর্তমান লাইন আপ- জোহাদ রেজা চৌধুরী (ভোকাল), রাকুইবান নবী রাতুল (বেজ), ডিও হক (ড্রাম), জাফির হক (গিটার)।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad