ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঘ্রাণ নিয়ে ভবিষ্যৎ বলে দেন জোভান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ঘ্রাণ নিয়ে ভবিষ্যৎ বলে দেন জোভান! ফারহান আহমেদ জোভান ও সাফা কবির

সাধারণত মানুষের হাত দেখে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে দিতে দেখা যায় জ্যোতিষীতেদের। কিন্তু অদ্ভুত এক শক্তির অধিকারী জোভান! হাত দেখে নয়, তিনি মানুষের ঘ্রাণ শুঁকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে।

এমনই অদ্ভুত একটি চরিত্রে ঈদের একক নাটক ‘ঘ্রানুষ’ এ দেখা যাবে জোভানকে। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটিতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাফা কবির।

আরও রয়েছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ‘ঘ্রানুষ’ এরকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পে কাজ করে ভালো লেগেছে।

ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাগরিক টেলিভিশনে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।