ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীরা

মো. জহিরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৯
৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীরা স্বর্ণপাম জয়ের পর ‘প্যারাটাইস তারকাদের সঙ্গে বঙ জুন হো’র উচ্ছ্বাস

৭২তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ্য’র বা স্বর্ণপাম জিতে নিলো দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’। এর মাধ্যমে প্রথমবার বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরের সেরা পুরস্কার জিতলো কোরিয়া।  

শনিবার (২৫ মে) উৎসবের শেষ দিন সিনেমাটির পরিচালক বঙ জুন-হো’র হাতে স্বর্ণপাম তুল দেওয়া হয়।  

প্রতিযোগিতা বিভাগের মোট ২২টি সিনেমার মধ্যে ‘প্যারাসাইট’ সর্বোচ্চ পুরস্কারটি জিতে নেয়।

পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু।

সেরা অভিনেতা আন্টনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি)এ আয়োজনে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন স্পেনের অভিনেতা অ্যান্টনিও বান্দেরাস। ‘পেইন অ্যান্ড গ্লোরি’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছেন তিনি। আর ‘লিটল জো’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ব্রিটিশ তারকা এমিলি বিচাম।  

১২ দিনব্যাপী ৭২তম কান উৎসবের বিজয়ীরা হলেন-

মূল প্রতিযোগিতা বিভাগ
পাম দ্য’র : প্যারাসাইট (বঙ জুন-হো, দক্ষিণ কোরিয়া)
গ্র্যান্ড প্রাইজ : আটলান্টিকস (মাতি দিওপ, সেনেগাল-ফ্রান্স)
সেরা পরিচালক: জ্য-পিয়ের ও লুক দারদেন (ইয়াং আহমেদ, বেলজিয়াম)
জুরি প্রাইজ: লেস মিজারেবলস (লাজ লি, মালি-ফ্রান্স) ও বাকুরাউ (ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস, ব্রাজিল)
সেরা অভিনেতা: আন্টনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি, স্পেন)
সেরা অভিনেত্রী: এমিলি বিচাম (লিটল জো, যুক্তরাজ্য)
সেরা চিত্রনাট্যকার: সেলিন সিয়ামা (পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার, ফ্রান্স)
স্পেশাল মেনশন: ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান, ফিলিস্তিন)

সম্মানসূচক পাম দ্য’র : আলা দ্যুলো

স্বল্পদৈর্ঘ্য সিনেমা
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস, গ্রিস)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): মনস্টার গড (অগাস্তিনা স্যান মার্টিন, আর্জেন্টিনা)

রিগার্ড প্রাইজ
সেরা চলচ্চিত্র: দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও (করিম আইনুজ, ব্রাজিল)
জুরি প্রাইজ: ফায়ার উইল কাম (অলিভার লাচে, ফ্রান্স)
সেরা অভিনয়: চিয়ারা মাস্ত্রোইয়ান্নি (অন অ্যা ম্যাজিক্যাল নাইট, ফ্রান্স)
সেরা পরিচালক: কান্তেমির বালাগভ (বিনপোল, রাশিয়া)
স্পেশাল জুরি প্রাইজ: লিবার্টি (আলবের্ত চেরা, স্পেন)
বিচারকদের মুগ্ধতা: অ্যা ব্রাদার’স লাভ (মনিয়া শকরি, কানাডা) ও দ্য ক্লাইম্ব (মাইকেল অ্যাঞ্জেলো কভিনো, যুক্তরাষ্ট্র)
জুরি স্পেশাল মেনশন: জোয়ান অব আর্ক (ব্রুনো দুমন্ত, ফ্রান্স)

ক্যামেরা দ্য’র
সিজার ডায়াজ (আওয়ার মাদারস, বেলজিয়াম-গুয়াতেমালা)

সিনেফরদ্যাশন
প্রথম পুরস্কার: ম্যানো আ ম্যানো (লুই কোরভয়জিয়ের, সিনেফ্যাব্রিক, ফ্রান্স)
দ্বিতীয় পুরস্কার: হিউ (রিচার্ড ভ্যান, ক্যাল আর্টস, যুক্তরাষ্ট্র)
তৃতীয় পুরস্কার: অ্যামবিয়েন্স (উইসাম আল জাফারি, দার আল-কালিমা ইউনিভার্সিটি কলেজ অব আর্টস অ্যান্ড কালচার, ফিলিস্তিন) ও দ্য লিটল সৌল (বারবারা রুপিক, পিডব্লিউএসএফটিভিট, পোল্যান্ড)।

ফ্রান্সের দক্ষিণের কান শহরের ১২ দিনব্যাপী এই মহাযজ্ঞের শুরু হয়েছিল গত ১৪ মে। এবার উৎসবের উদ্বোধন করেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম ও ফরাসি অভিনেত্রী-গায়িকা চার্লোট গেইন্সবুর্গ। মাস্টার অব সিরিমনিস ছিলেন এদুয়া বেয়ার।

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে মূল প্রতিযোগিতায় ১৮৪৫ টি ফিচার সিনেমা জমা পড়ে। সেখান থেকে ২২টি চলচ্চিত্র উৎসবে অংশ নেবের সুযোগ পায়। এছাড়া আনসার্টেন রিগার্ড বিভাগে ১৮টি চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য, আউট অব কম্পিটিশনে ৫টি, মিডনাইট স্ক্রিনিংয়ে ২টি এবং স্পেশাল স্ক্রিনিংয়ে ১০টি সিনেমা চলচ্চিত্র প্রদর্শিত হয়।

সমাপনী অনুষ্ঠানে স্বর্ণপাম প্রদানের মধ্য দিয়ে শনিবার ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।