bangla news

এবার ‘নজরুলসঙ্গীত সমগ্র: নবম খণ্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৫ ১:২৬:৫০ পিএম
ফেরদৌস আরা

ফেরদৌস আরা

একককণ্ঠে নজরুলের হাজার গান প্রকাশের কাজটি ধারাবাহিকভাবে করছেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এরইমধ্যে প্রকাশ করেছেন নজরুলসঙ্গীত সমগ্রের ‘অষ্টম খণ্ড’।

শনিবার (১১ জ্যৈষ্ঠ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে নজরুলসঙ্গীত সমগ্রের ‘নবমখণ্ড’ প্রকাশ পাচ্ছে ফেরদৌস আরার কণ্ঠে। সোমবার (১৩ জ্যৈষ্ঠ/২৭ মে) যথারীতি ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ পাবে এবারের খণ্ডটিও।

এতে নজরুলের অতি প্রচলিত-অপ্রচলিত ১২টি গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘মোরা আর জনমে’, ‘রমজানের রোজার শেষে’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘একাদশীর চাঁদ রে ঐ’ ‘ছন্দে-আনন্দে’ প্রভৃতি।

এ প্রসঙ্গে ফেরদৌস আরা বাংলানিউজকে বলেন, গত দুই দিন ধরে টিভি অনুষ্ঠান নিয়েই ব্যস্ততা যাচ্ছে। যে কারণে ২৭ মে নবম খণ্ডের সিডির মোড়ক উন্মোচনের সিদ্ধান্ত নিতে হয়েছে। আর টিভি অনুষ্ঠানগুলো তো নজরুলকে নিয়ে ই। মূলত নজরুলের গান নিয়েই আছি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-25 13:26:50