bangla news

ফিরছেন কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৩ ৯:০৪:২৫ পিএম
কারিশমা কাপুর

কারিশমা কাপুর

দীর্ঘ সাত বছর পর অল্ট বালাজির ‘মেন্টালহুড’ নামের ওয়েব সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

বিরতির পর নতুন সিনেমায় নাম লিখিয়ে বেশ উচ্ছ্বসিত কারিশমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আবেগপ্রবণ হয়ে সেই আনন্দই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সেখানে তিনি লেখেন, পরিবার আর সন্তানের কথা ভেবে বিরতিতে ছিলাম। এখন আমার সন্তানেরা কিছুটা বড় হয়েছে। তাই কাজ করতে কোনো সমস্যা হবে না। এই ভাবনা থেকে ফের শুরু করছি।

‘মেন্টালহুড’- এ মীরা নামে এক মায়ের চরিত্রে অভিনয় করবেন কারিশমা। এতে সন্তানদের প্রতি মায়ের দায়িত্ব এবং তাদের বেড়ে উঠার ক্ষেত্রে মায়ের ভূমিকার বিষয়টি তুলে ধরা হবে। এককথায় কারিশমার ব্যক্তিগত অভিজ্ঞতা পুরোপুরি কাজ লাগাতে পারছেন এই সিনেমাটিতে। এটি প্রযোজনা করছে একতা কাপুর।

তবে সাত বছর সময়ের মধ্যে কোনো সিনেমায় কাজ না করলেও বিভিন্ন বিজ্ঞাপন, ফ্যাশন ইভেন্টে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়া শাহরুখের ‘জিরো’ সিনেমাতে তাকে এক ঝলক দেখা গেছে অতিথি চরিত্রে।

এর আগে ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামের থ্রিলার সিনেমায় সবশেষ দেখা গিয়েছিলো কারিশমাকে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ওএফবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-23 21:04:25