bangla news

শফিক তুহিনের সঙ্গীতে প্রথম প্লেব্যাকে মাহতিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২০ ৯:০৯:৫০ পিএম
মাহতিম শাকিব-শফিক তুহিন

মাহতিম শাকিব-শফিক তুহিন

তরুণ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। আলোচনায় আসার পর থেকে একের পর এক অডিও মাধ্যমে গান করছেন তরুণ এই গায়ক।

অডিওর পর এবার গীতিকবি-সুরকার-সঙ্গীত পরিচালক ও গায়ক শফিক তুহিনের হাত ধরে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিলেন মাহতিম।

হ্যাঁ, জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমায় রোমান্টিক ঘরানার একটি গানে কন্ঠ দেন মাহতিম। অবশ্য গানটিতে তার সঙ্গে রয়েছে কণ্ঠশিল্পী খেয়ার গায়কীও। গানের শিরোনাম ‘প্রাণ জুড়িয়ে যায়’। কথা লিখেছেন পরিচালক রাজু নিজেই। সুর-সঙ্গীতায়োজনে শফিক তুহিন।

এ প্রসঙ্গে শফিক তুহিন বাংলানিউজকে বলেন, মাহতিমের গায়কী আমার ভালো লাগে। বয়স কম হলেও তার গায়কী বেশ পরিণত। আগেও তাকে নিয়ে কাজ করেছি, অডিওতে। এবার সিনেমার জন্য করলাম। গানটি সে চমৎকার গেয়েছে। আশা করি গানপ্রেমিদের ভালো লাগবে।  

এছাড়া স্বরলিপি ও রাশেদ’সহ এই সিনেমার সবগুলো গানের সঙ্গীত পরিচালনার কাজটি করছেন শফিক তুহিন।

শাহতিম-খেয়ার কণ্ঠের গানটি যাচ্ছে শাকিব খান ও বুবলির লিপে। বর্তমানে গানটির দৃশ্যধারণ চলছে তুরস্কে। দেশ বাংলা প্রযোজিত সিনেমাটি আগামী বছরের কোরবানী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সঙ্গীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-20 21:09:50