ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

টানাপড়েনের গল্পে ‘রাফিয়ার দিনগুলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ১, ২০১৯
টানাপড়েনের গল্পে ‘রাফিয়ার দিনগুলো’ তৌসিফ মাহবুব-সাফা কবির

থাইল্যান্ডের চিত্রায়নে নির্মিত হয়েছে নাটক ‘রাফিয়ার দিনগুলো’। রিফাত আদনান পাপন’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ফারহাদ বাবু ও রাকিব।

এর গল্পে দেখা যায়, সদ্য বিয়ে হয়েছে রাফিয়া ও আরিয়ানের ।

দুজনে মিলে বেড়াতে আসে থাইল্যান্ডের পাতায়ায়। তারা যখন হোটেলে উঠতে যাবে, এমন সময় পেছনে এসে দাঁড়ায় সায়মন। রাফিয়া তাকে দেখতে পেলেও আরিয়ান তাকে খেয়াল করে না। রাফিয়া খুব ভয় পেয়ে যায়। কারণ সায়মনের সঙ্গে তার এক সময়ের  প্রেম ছিল। তখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়তো।  

অবাক করার বিষয়- কেন সায়মন এত দূর পাড়ি দিয়ে তাদের পিছু নিলো? কি তার উদ্দেশ্য? কোনো কিছুই বোঝে উঠতে পারে না রাফিয়া। এদিকে বিশেষ এক মুহুর্তে সায়মনের সঙ্গে পরিচয় ঘটে আরিয়ানের। বিষয়টা রাফিয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলো না। কি করবে সে? তার স্বামীকে কী সব বলে দেবে? কিন্তু কি করে সম্ভব? 

এমন এক টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলে ‘রাফিয়ার দিনগুলো’ নাটকের গল্প। শুক্রবার ( ৩ মে) রাত ৯টায় নাগরিক টেলিভিশনে দেখা যাবে ‘রাফিয়ার দিনগুলো’।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০১, ২০১৯
জেআইএম/ওএফবি
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad