ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

চলে গেলেন সুইডিশ অভিনেত্রী বিবি অ্যান্ড্রাসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
চলে গেলেন সুইডিশ অভিনেত্রী বিবি অ্যান্ড্রাসন বিবি অ্যান্ড্রাসন

না ফেরার দেশে চলে গেলেন সুইডেনের কিংবদন্তি অভিনেত্রী বিবি অ্যান্ড্রাসন (৮৩)। রোববার (১৪ এপ্রিল) তিনি পৃথিবী থেকে বিদায় নেন। সোমবার (১৫ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ ফিল্ম ইন্সটিটিউটের মুখপাত্র মার্টিন ফ্রস্টবার্গ।

অ্যান্ড্রাসন বহু ক্লাসিক সিনেমার অভিনেত্রী। তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছেন নির্মাতা ইংমার বার্গম্যানের সঙ্গে।

অ্যান্ড্রাসন একমাত্র নারী যে কিনা চারবার সেরা অভিনেত্রী হিসেবে অ্যানুয়াল অ্যাওয়ার্ডস পেয়েছেন।

১৯৫৮ সালে অ্যান্ড্রাসন কান চলচ্চিত্র উৎসবে ‘ব্রিং অব লাইফ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হন। এর পাঁচ বছর পর তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেন।

সুইডিশ ফিল্ম ইন্সটিটিউটের সিইও আন্না সেরনার বলেন, ‘সুইডিশ সিনেমায় অ্যান্ড্রাসনের অবদান ছিল অসামান্য। একজন সত্যিকারের মেধাবী অভিনেত্রী হিসেবে তাকে সবাই মনে রাখবে। ’  

বিবি অ্যান্ড্রাসন ১৯৩৫ সালে সুইডেন এর রাজধানী স্টকহোমে জন্ম নেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৯০টি সিনেমায় অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।