ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

২৫ বছর পরে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
২৫ বছর পরে… ‘ছায়াশিকারি’ নাটকের সেটে হিমি ও মামুনুর রশীদ প্রমুখ

নাট্যাচার্য্য প্রয়াত সেলিম আল দ্বীনের ‘ছায়াশিকারি’ নাটকটি পুঃনির্মাণ হচ্ছে। এর আগে দীর্ঘ ২৫ বছর আগে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিলো।

সেই সময়ে নাটকটিতে প্রধান চরিত্র সাব্বির হিসেবে অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।  

এবার সেই স্বপ্নের চরিত্রে অভিনয় করছেন উদিয়মান অভিনেতা রাজু আহসান।

এছাড়া এবার সুহি চরিত্রে আফসানা মিমির স্থলাভিষিক্ত হয়েছেন এ সময়ের লাস্যময়ী মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মামুনুর রশীদ, আবুল হায়াত, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, সুষমা সরকার,শামীমা তুষ্টি প্রমুখ। প্রযোজনায় মাহবুবা ফেরদৌস।

‘ছায়াশিকারি’ নাটকের অভিনয়শিল্পীরানাটকটিতে অভিনয় প্রসঙ্গে রাজু আহসান বলেন, ২৫ বছর আগে এ নাটকে সাব্বির চরিত্রে সেলিম ভাই অভিনয় করেছিলেন। এবার একই চরিত্রে ওনার জায়গায় অভিনয় করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবু আমি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।

২৬ এপ্রিল নাটকটি প্রচারের প্রস্তুতি চলছে।

রাজু আহসান

রাজু আহসান বর্তমানে নাটক, ধারাবাহিক ও বেশ কিছু বিজ্ঞাপনের কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়া দুটি সিনেমাতেও কাজ করছেন। এরইমধ্যে একটি সিনেমার কাজ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।