ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, মার্চ ২৮, ২০১৯
আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমীন সাবিনা ইয়াসমীন

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এরইমধ্যে একুশে পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পেয়েছেন অসংখ্য বার আজীবন সম্মাননা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দৈনিক আমাদের সময় পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সংবাদমাধ্যমটি আজীবন সম্মাননা দিচ্ছেন সাবিনা ইয়াসমীনকে।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, যে কোনো অর্জনই বাড়তি ভালোলাগা তৈরি করে। তবে সম্মাননার চেয়ে কাজটাই বড়। সম্মাননা দিচ্ছেন বলে পত্রিকাটির প্রতি কৃতজ্ঞতা।

এর আগে গত ২৩ মার্চ ‘বাংলাদেশ প্রতিদিন’র ১০ বছরে পর্দাপণ উপলক্ষ্যে আজীবন সম্মাননা দেওয়া হয় গুণী এই শিল্পীকে। এছাড়া গত জানুয়ারিতে কলকাতার ‘বাংলা উৎসব’ থেকে আজীবন সম্মাননা পান সাবিনা ইয়াসমীন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।