ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

রাম চরণের জন্মদিনে অমিতাভের ভিডিও বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, মার্চ ২৮, ২০১৯
রাম চরণের জন্মদিনে অমিতাভের ভিডিও বার্তা অমিতাভ বচ্চনের সঙ্গে রাম চরণ

ভারতের দক্ষিণের সুপারস্টার রাম চরণের জন্মদিন বুধবার (২৭ মার্চ)। এবার এই জনপ্রিয় অভিনেতা ৩৪তম জন্মদিনের কেক কেটেছেন। জন্মদিনে তাকে ইন্ডাস্ট্রির বন্ধু আল্লু অর্জুন, এসএস রাজমৌলিসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাদ ছিলেন না বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও। ভিডিও বার্তার মাধ্যমে বিগ বি রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রামের স্ত্রী উপাসনা।

ভিডিও বার্তায় অমিতাভ বচ্চন বলেন, ‘মুম্বাই থেকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তোমার সকল কাজের সাফল্য কামনা করছি। তুমি খুব চমৎকার মানুষ, তোমার দিনটিও চমৎকার কাটুক। আমি জানি না এখন তোমার বয়স কত, তবে আমি যখন তোমাকে দেখি তখন মনে হয় তোমার বয়স ১৮ বছর। আমি আশীর্বাদ করি যাতে তুমি চিরতরুণ থাকো। ’

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে রামপত্নী ক্যাপশনে লেখেন, এতো মিষ্টি বার্তার জন্য অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চন গুরু। এটি এখন পর্যন্ত সেরা মিষ্টি উপহার।

খুব শিগগিরই অমিতাভ বচ্চন ‘সাইরা নরসিমহা রেড্ডি’ সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে। এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত। রাম চরণ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সুরেন্দার রেড্ডি।

**অমিতাভ বচ্চনের ভিডিও বার্তা

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।